AGI, Technological Singularity, Transhumanism

 April 16, 2020



সময়ের সাথে সাথে বাহ্যিক দৃষ্টিতে সভ্যতার পরিবর্তন দৃশ্যত হলেও মৌলিক কাঠামোর তেমন পরিবর্তন হয়নি। সম্প্রতি হাজার বছর ধরে চলমান মূর্তিপূজার মাঝে নতুনত্ব যুক্ত হয়েছে। আবার মূর্তিপূজা শুরু হয়েছে, তবে মডার্ন মূর্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ রোবট। শুনতে অদ্ভুত লাগলেও এটাই আমাদের চোখের সামনে হচ্ছে।

.

অ্যান্টনি লেভ্যান্ডওস্কি, ফর্মার গুগোল ইঞ্জিনিয়ার। ২০১৫ সালে সে ‘The Way of The Future' নামক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেজড একটি স্বতন্ত্র দ্বীনের সূচনা করে। যার মোটো হলো, ‘develop and promote the realization of a Godhead based on Artificial Intelligence.'। (১) অর্থাৎ রোবটকে ত্বগুতের পর্যায়ে নিয়ে যাওয়া।

.

যেহেতু এটি কেবল মাত্র শুরু হয়েছে, এজন্য এ সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি। তাছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও তেমন কোনো তথ্য নেই। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ যে শুধু ওয়ে অফ দ্য ফিউচারই করে তা নয়, বরং তার আগে থেকেই এই কাজ হয়ে আসছে।

.

১৯৮৮ সালে চার্চ অফ স্যাটানের প্রতিষ্ঠাতা Anton Szandor LaVey একটি প্রোগ্রাম রিলিজ করে যা ‘pentagonal revisionism: a five-point program' নামে পরিচিত। সেই পাঁচটি পয়েন্টের চার নং পয়েন্টটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে। আমি তাদের বক্তব্য সরাসরি তুলে ধরলাম-

.

”Development and production of artificial human companions. The forbidden industry. An economic “godsend” which will allow everyone “power” over someone else. Polite, sophisticated, technologically feasible slavery. And the most profitable industry since T.V. and the computer.” (২)

.

এই বছরেই ভ্যাটিকানের পোপ ফ্র‍্যান্সিস আর মাইক্রোসফট ক্লোজড-ডোর মিটিং করে এআইয়ের ব্যাপারে। ফেব্রুয়ারির ১৩ তারিখে মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র‍্যাড স্মিথ, ভ্যাটিকান সায়েন্টিফিক অফিসের প্রধান পোপের সাথে প্রাইভেটলি দেখা করে। (৩)

.

এছাড়াও পোপের আরও কিছু বক্তব্য তুলে ধরলাম- “Only through a firm resolve shared by all economic actors may we hope to give a new direction to the destiny of our world. So too artificial intelligence, robotics and other technological innovations must be so employed that they contribute to the service of humanity and to the protection of our common home, rather than to the contrary, as some assessments unfortunately foresee.”(৪)

.

এছাড়াও, “It should be noted that the designation of ‘artificial intelligence,’ although certainly effective, may risk being misleading. The terms conceal the fact that — in spite of the useful fulfillment of servile tasks (this is the original meaning of the term ‘robot’), functional automatisms remain qualitatively distant from the human prerogatives of knowledge and action. And therefore they can become socially dangerous. (৫)

.

যারা মনে করেন যে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই, মানুষের মতোই বুদ্ধিমত্তা কিন্তু ইমোশনবিহীন) নির্মাণের প্রচেষ্টা এখনও সাইন্স ফিকশন, তারা এ ব্যাপারে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। এটি কোনো সাইফাই মুভি নয়, বরং একটি বিজনেস স্ট্রাটেজিতে পরিণত হয়েছে। বড় বড় প্রতিষ্ঠান মানুষের মতো বুদ্ধিমত্তাসম্পন্ন এআই বানানোর জন্য নিবেদিত। সেগুলোর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা প্রয়োজন বলে মনে করছি।

.

.

• US air force- ইবলিশের পোষা শুকর আম্রিকা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এর নির্মাণে বেশ তৎপর। এটাই স্বাভাবিক, ইবলিশের সৈন্যদের মধ্যে আম্রিকা বেশ এলিট লেভেলের। তাদের সাথে যুক্ত Paul Yaworsky নামক এক বিজ্ঞানীর একটি রিসার্চ পেপার অনুসারে, ইউএস এয়ার ফোর্স মানুষ খুনে সক্ষম এমন এআই নির্মাণে কাজ করছে। রিসার্চ পেপারের পিডিএফের লিংক দেওয়া হলো।(৬)

.

 পেপারের একটি চুম্বকাংশ- ”We address this gap by developing a model for general intelligence. To accomplish this, we focus on three basic aspects of intelligence. First, we must realize the general order and nature of intelligence at a high level. Second, we must come to know what these realizations mean with respect to the overall intelligence process. Third, we must describe these realizations as clearly as possible. We propose a hierarchical model to help capture and exploit the order within intelligence.” (৭) 

.

কিন্তু তারা এখন পর্যন্ত এমন কোনো পথ পায়নি যার মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল হবে। “Perhaps the right questions have not yet been asked. An underlying problem is that the intelligence process is not understood well enough to enable sufficient hardware or software models, to say the least.”(৮)

.

• apple- বিশ্ববিখ্যাত অ্যাপল কোম্পানিও বাদ নেই। তাদের অফিসিয়াল ওয়েবপেইজের একটি চুম্বকাংশ তুলে ধরাই যথেষ্ট মনে করছি। “Apple continues to build cutting-edge technology in the space of machine hearing, speech recognition, natural language processing, machine translation, text-to-speech, and artificial intelligence, improving the lives of millions of customers every day. If you’re interested in opportunities to make an impact on Apple products through machine learning research and development, check out our teams at Jobs at Apple.”(৯)

.

•facebook- ফেসবুকের মতো প্রতিষ্ঠানও বা বাদ যাবে কেন! তাদের অফিশিয়াল বক্তব্য-


“Our teams accelerate research breakthroughs across both existing and new learning paradigms to develop state-of-the-art AI that has a positive impact on people and society.(১০)


https://scontent.fdac23-1.fna.fbcdn.net/v/t39.8562-6/59327807_416821489102517_698591995655880704_n.pdf?_nc_cat=107&_nc_oc=AQlXT8lMz2RmbNpRyc2-mSPYi-VOcX0usLY2tOntmZsRh-Qgt3szME9CDMAFOb9B0_c&_nc_ht=scontent.fdac23-1.fna&oh=4fea50162e1730e7ec6a189e41d2d777&oe=5E4831A1


https://scontent.fdac23-1.fna.fbcdn.net/v/t39.8562-6/10000000_352137928743186_7965419288867635200_n.pdf?_nc_cat=109&_nc_oc=AQkaFKv62c15Txs8Mh12oW_EJ9pFM6vrDHqzTx4aZx4wk_8pz22a3fNdk9ch_oRleFg&_nc_ht=scontent.fdac23-1.fna&oh=f199eab3ad46f36155d34eaa956af302&oe=5E47F2D4


https://scontent.fdac23-1.fna.fbcdn.net/v/t39.8562-6/59344484_2245346715545197_6923401227187257344_n.pdf?_nc_cat=106&_nc_oc=AQm1BnGHejXg8INlRd5cAF396VGOSVH3fDhadiXnCTB5_08rQoLkyILkCQHFwZfNOa0&_nc_ht=scontent.fdac23-1.fna&oh=ac1daa8bb4958d15bfdb912db31bfde2&oe=5E44FB46

.


তাদের এআই টুল ONNX এর লোগো হলো প্লেটোনিক সলিড।(১১)


• DARPA- আবার আম্রিকার নাম। ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সিও।কাজ করছে এআই ডেভলপের ব্যাপারে।(১২)

.

দেখতে পারেন- https://youtu.be/-O01G3tSYpU

.

•IBM- দেখুন- https://www.ibm.com/watson

.

•OpenAI- এজিআইয়ের জন্য নিবেদিত- https://openai.com

.

• SingularityNet- এই প্রতিষ্ঠানটি সকল এআইকে সেন্ট্রালাইজ করার লক্ষ্য নিয়ে কার্যরত। সম্ভবত টার্মিনেটরের স্কাইনেটের মতো। https://singularitynet.io/


•Intel-https://www.intel.ai/#gs.g8h4s2

.

• Deepmind- https://deepmind.com/

.

•United Nation- “AI is humanity’s new frontier. Once this boundary is crossed, AI will lead to a new form of human civilization.” (১৮)


.

https://news.un.org/en/story/2019/05/1039311

.

•Google- এর ব্যাপারে আর কীইবা বলার আছে!

.

বিখ্যাত এলন মাস্কও বাদ যায়নি।

.

এগুলো ছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটিও এসবের সাথে যুক্ত।

.

তাদের কার্যক্রম আপাত দৃষ্টিতে নীরিহ লাগতে পারে। কিন্তু যখন তারা সুপার ইন্টেলিজেন্স ডেভলপের চিন্তাভাবনা করে তখন সহজেই বুঝা যায় অ্যান্টনি লেভ্যান্ডস্কির এআইপূজার কার্যক্রম কাফিরদের আন্তর্জাতিক কার্যক্রমের সাথে সম্পর্কিত, কোনো র‍্যান্ডম কাজ বা কোইনসিডেন্স নয়।

.

বিভিন্ন ফিউচারোলজিস্ট, ফিলোসফাররা SAI(super AI) এর ব্যাপারে আলোচনা করেছে। যেমন Nick Bostrum, Ray Kurzweil প্রভৃতি। ফিলোসফার নিক লিখিত Superintelligence: Paths, Dangers, Strategies বইটি পড়লে এ ব্যাপারে আরও স্পষ্ট ধারণা পাবেন। এ বইটির ব্যাপারে বিল গেটসের মন্তব্য হলো “I highly recommend this book.”(১৩)

.

গুগোলের Ray Kurzweil কর্তৃক লিখিত ’The Singularity Is Near’ বইটিও পড়তে পারে https://books.google.com.bd/books/about/The_Singularity_is_Near.html?id=0d8oDwAAQBAJ&printsec=frontcover&source=kp_read_button&redir_esc=y#v=onepage&q&f=false

.

কুফফারদের অথোরিটারিয়ান ইউটোপিক মুভমেন্ট ভেনাস প্রজেক্টও এআই নিয়ে খুব আশাবাদী। “It is no longer unthinkable that machines may one day write novels or poems, compose music, and eventually surpass humans in government and in the management of world affairs.”(১৫)

.

এছাড়াও- “The next step, underway now, adds artificial intelligence (AI), computer programming that simulates human decision-making and hypothesis testing, along with self-correction. AI redesigns mechanical and electronic systems to simulate and improve upon human performance.” (১৬)

.

এ ব্যাপারে বলতে গেলে টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি সম্পর্কে বলা বাহুল্য। সবথেকে পপুলার সিঙ্গুলারিটি হাইপোথিসিস অনুযায়ী এর সংজ্ঞা হলো যে সময়ে কোনো ইন্টেলিজেন্ট এজেন্ট, যেমন আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স-বেজড কোনো কম্পিউটার যখন সেল্ফ-আপগ্রেডেবল ডিভাইসে পরিণত হয়। এভাবে নিজ থেকে আপগ্রেড হতে হতে একসময় মানবজাতির জ্ঞানকে ছাড়িয়ে গিয়ে SAI তে পরিণত হয়, তখন তা হলো টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি। এর আরেক নাম হলো ইন্টেলিজেন্স এক্সপ্লোশন। এবং এর মাধ্যমে মানবসভ্যতার বিপুল পরিবর্তন সাধিত হবে, টেকনোলজির সাথে মানুষ মার্জড হয়ে অমরত্ব লাভ করবে।- এইগুলোকেই সিঙ্গুলারিটি বলা হয়। এ ব্যাপারে সর্বপ্রথম যে ব্যক্তির নাম আসে সে হলো জন ভন নিউম্যান। তার সম্পর্কে বিস্তারিত আমার নাসা সম্পর্কিত ডকুমেন্টারিতে পাবেন।

.

এআই চার্চ থেকে শুরু করে টেক জায়ান্ট কোম্পানিগুলোর উদ্যোগ সবই এই সূত্রে গাথা।


.

ট্রান্সহিউম্যানিজম ও সাইবর্গ

.

রোবটের সাথে সাথে আরেকটি ব্যাপার চলে আসে, যা বলা বাহুল্য। ট্রান্সহিউম্যানিজম, এটিও সিঙ্গুলারিটির সাথে যুক্ত। এর মাধ্যমে কাফেররা স্বপ্ন দেখে যে তারা রোবট বা মেশিনের সাথে নিজেদেরকে মিশিয়ে দিবে এবং অমরত্ব পাবে। এসবের সাথে গভীরভাবে এআই রেভোলুশন জড়িত।

.

বিখ্যাত ফিজিসিস্ট মিচিও কাকু একজন ট্রান্সহিউম্যানিস্ট।(১৪)

.

তার বক্তব্য- “You know digital immortality is going to be a multi-billion dollar industry in the future... Think about it we're gonna have a library of souls. You'll talk to winston churchill. I'll talk to Albery Einstein....The next step beyond this getting your digital footprint is to the map the entire human brain. A billion dollar jas already been allocated by European Union and the united states government...”(১৭)


.

ট্রান্সহিউম্যানিজম নিয়ে তার সাক্ষাতকার- https://youtu.be/ZK0cAbD7IDk (বেপর্দা মেয়ে আছে, জাস্ট শুনবেন)।

.

তার কথাকে বাস্তবায়ন করার জন্য প্রাথমিকভাবে কাজ শুরু করেছে Luka,inc নামক একটি কোম্পানি। তাদের এআই বেজড চ্যাটবট সফটওয়্যারটির নাম হলো Replica। https://play.google.com/store/apps/details?id=ai.replika.app

.

.

এটির বিশেষত্ব হলো এটি আপনার সাথে চ্যাট করতে করতে আপনার পার্সোনালিটি কপি করতে পারে। লেভেল আপের সাথে সাথে সে আপনার রেপ্লিকাতে পরিণত হয়। প্রত্যেকের রেপ্লিকা ভিন্ন ভিন্ন।

 .

The story of Replika, the AI app that becomes youhttps://g.co/kgs/3UhYFj

.

হিউম্যান বডির সাথে মেশিন জোড়াতালি দিয়ে বেচে থাকা হলো সাইবর্গ জীবন। কাফেররা ট্রান্সহিউম্যানিজম বা সাইবর্গ হওয়ার মাধ্যমে ইমমোর্টালিটির স্বপ্ন দেখে। বিবিসিতে এ নিয়ে প্রতিবেদন দেখুন- https://youtu.be/STsTUEOqP-g

.

Ray Kutzweil তার The Singularity is Near গ্রন্থে অমরত্বের স্বপ্ন দেখিয়েছে।

.

আবার অনেকের মতে, মানবজাতির পরবর্তী ম্যাক্রো ইভোলুশন সংঘটিত হবে ট্রান্সহিউম্যানিজমের কারণে।

.

দেখুন https://youtu.be/FN57u7-x75w

.

https://futurism.com/transhumanism-is-the-next-step-in-human-evolution

.

http://theconversation.com/transhumanism-advances-in-technology-could-already-put-evolution-into-hyperdrive-but-should-they-92694

.

 

.

কুফফারদের অথোরিটারিয়ান ইউটোপিক মুভমেন্ট ভেনাস প্রজেক্টও এআই নিয়ে খুব আশাবাদী। “It is no longer unthinkable that machines may one day write novels or poems, compose music, and eventually surpass humans in government and in the management of world affairs.”(১৫)

.

এছাড়াও- “The next step, underway now, adds artificial intelligence (AI), computer programming that simulates human decision-making and hypothesis testing, along with self-correction. AI redesigns mechanical and electronic systems to simulate and improve upon human performance.” (১৬)

.

এ ব্যাপারে বলতে গেলে টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি সম্পর্কে বলা বাহুল্য। সবথেকে পপুলার সিঙ্গুলারিটি হাইপোথিসিস অনুযায়ী এর সংজ্ঞা হলো যে সময়ে কোনো ইন্টেলিজেন্ট এজেন্ট, যেমন আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স-বেজড কোনো কম্পিউটার যখন সেল্ফ-আপগ্রেডেবল ডিভাইসে পরিণত হয়। এভাবে নিজ থেকে আপগ্রেড হতে হতে একসময় মানবজাতির জ্ঞানকে ছাড়িয়ে গিয়ে SAI তে পরিণত হয়, তখন তা হলো টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি। এর আরেক নাম হলো ইন্টেলিজেন্স এক্সপ্লোশন। এবং এর মাধ্যমে মানবসভ্যতার বিপুল পরিবর্তন সাধিত হবে, টেকনোলজির সাথে মানুষ মার্জড হয়ে অমরত্ব লাভ করবে।- এইগুলোকেই সিঙ্গুলারিটি বলা হয়। এ ব্যাপারে সর্বপ্রথম যে ব্যক্তির নাম আসে সে হলো জন ভন নিউম্যান। তার সম্পর্কে বিস্তারিত আমার নাসা সম্পর্কিত ডকুমেন্টারিতে পাবেন।

.

 শয়তান ওদের নিকট ওদের কার্যাবলীকে সুশোভন করেছে এবং ওদেরকে সৎপথ হতে বিরত রেখেছে,[1] ফলে ওরা সৎপথ পায় না।’


আর শয়তান তাদের কার্যাবলীকে তাদের জন্য সৌন্দর্যমন্ডিত করে দিয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে নিবৃত করেছে, ফলে তারা হিদায়াত পায় না’। (সূরাঃ আন-নামাল . আয়াত নং -২৪) 


এভাবেই যারা সীমালঙ্ঘন করে তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেয়া হয়েছে 


 ‘আল্লাহর শপথ, আমি তোমার আগে বহু জাতির নিকট রাসুল প্রেরণ করেছি। শয়তান তাদের জন্য তাদের কর্মকে শোভিত করেছে। তাই আজ সে তাদের অভিভাবক। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।’ (সুরা : নাহল, আয়াত : ৬৩)


‘সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে। আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনামাত্র।’ (সুরা : নিসা, আয়াত : ১২০)


নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। টেকনোলজি ব্যবহার ও তার থেকে সুবিধা আদায় সমস্যা নয়। সমস্যা হচ্ছে, টেকনোলজির উপর দ্বীনের সাথে সাংঘর্ষিক কুফফারদের বানানো আকিদা,দর্শন গ্রহণ করা।  



আল্লাহ তায়ালা প্রত্যেক জাতিকেই আলাদা আলাদা ব্যতিক্রম ধর্মী ক্ষমতা দিয়েছেন তাদের পরীক্ষায় ফেলেছেন। কিন্তু তারা শয়তান প্রত্যেক জাতির কাছেই (যেমন ফেরাউনদের মমি করে অমরত্ব, আরেক জাতিকে তো আরেকটা ) এভাবে তাদেরকে আল্লাহর দেয়া সাইন্স এর নেয়ামতকে উল্টাপাল্টা মিথ্যা দর্শন আর অমরত্ব লোভ দেখিয়ে বাতিল আকিদা,মানহাজে ধাবিত ও পথভ্রষ্ট করে।  


‘সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে। আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনামাত্র।’ (সুরা : নিসা, আয়াত : ১২০)

.

মানুষকে দুনিয়ার চাকচিক্যের দিকে আকৃষ্ট করা :

.

অনেক আগে একটা টেকনোজির উপর একটা ভিডিও দেখেছিলাম, সেখানে এ আই রোবটিক্স, মেঘমালা নিয়ন্ত্রন, হার্প টেকলজি, বায়োলজিকাল ডেভোলপমেন্ট, হ্যান ত্যান, হলিউড সাইফাই এডভান্স দেখাতে দেখাতে চরম উদ্ধত্য দেখিয়ে বলা হয় "We are god now" এই ভিডিওটা পাচ্ছি না। তবে এই রিলেটেড যারা মানোশিকতা রাখে সেই ইসরাইলের এক প্রফেসরের ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। যিনি মার্ক অব দ্য বিস্ট ও শয়তানি মতবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করছেন।

.

 ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, শয়তান যুগে যুগে অনেক আগে থেকেই অমরত্ব, সুপার পাওয়ার, ইত্যাদির লোভ দেখিয়ে বিভিন্ন প্রজম্নকে ধংস করেছে ও তাদের পথভ্রস্ট করেছে। সাইন্স, শিল্প, দক্ষতা, ক্ষমতা, এগুলো হচ্ছে আল্লাহর নেয়ামত এটাকে আল্লাহ্ সুবহানাহু ওয়া'তায়ালার গ্লোরিফাই করার কাজে ব্যবহার করার কথা কিন্তু শয়তান তার দর্শন এখানে প্রয়োগ করে তাদের পথভ্রস্ট করেছে।   Prof. Yuval Harari - How Technology Will Turn Men Into Gods

 .

দুনিয়া মানুষের জন্য ক্ষণস্থায়ী বাসস্থান হ’লেও শয়তান দুনিয়াকে বিভিন্নভাবে সৌন্দর্যমন্ডিত করে দুনিয়ার বিভিন্ন চাকচিক্যের দিকে মানুষদেরকে আকৃষ্ট করার মাধ্যমে পথভ্রষ্ট করে। আদ ও ছামূদ জাতিকে শয়তান চাকচিক্যের মধ্যে ফেলে ধ্বংস করেছে। আল্লাহ বলেন,

.

وَعَاداً وَثَمُوْدَ وَقَد تَّبَيَّنَ لَكُمْ مِّنْ مَّسَاكِنِهِمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ وَكَانُوْا مُسْتَبْصِرِيْنَ-

.

‘আমি আদ ও ছামূদকে ধ্বংস করেছি। তাদের বাড়ী-ঘর থেকেই তাদের অবস্থা তোমাদের জানা হয়ে গেছে। শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল, অতঃপর তাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল এবং তারা ছিল হুঁশিয়ার’ (আনকাবূত ২৯/৩৮)।

 .

সাবা জনপদের অধিবাসীদেরকে শয়তান চাকচিক্যে ফেলে শিরক করিয়েছিল। যেমন হুদহুদ পাখি বলেছিল,


وَجَدتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ فَهُمْ لاَ يَهْتَدُوْنَ- 

.

‘আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে। অতঃপর তাদেরকে সৎপথ থেকে নিবৃত্ত করেছে। অতএব তারা সৎপথ পায় না’ (নামল ২৭/২৪)।

.

বদর যুদ্ধের দিন ইবলীস মানুষ রূপে কাফেরদের কাছে এসে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিল। আল্লাহ বলেন,

.

وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لاَ غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّيْ جَارٌ لَّكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّيْ بَرِيْءٌ مِّنْكُمْ إِنِّيْ أَرَى مَا لاَ تَرَوْنَ إِنِّيْ أَخَافُ اللهَ وَاللهُ شَدِيْدُ الْعِقَابِ-

.

‘আর যখন সুদৃশ্য করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে এবং বলল যে, আজকের দিনে কোন মানুষই তোমাদের উপর বিজয়ী হ’তে পারবে না। আর আমি হ’লাম তোমাদের সমর্থক। অতঃপর যখন সামনাসামনি হ’ল উভয় বাহিনী তখন সে অতি দ্রুতপায়ে পেছনে পালিয়ে গেল এবং বলল, আমি তোমাদের সাথে নেই। আমি দেখছি, যা তোমরা দেখছ না; আমি ভয় করি আল্লাহকে। আর আল্লাহর আযাব অত্যন্ত কঠিন’ (আনফাল ৮/৪৮)।

.

.

তোমাদের চেয়েও অনেক উন্নত সভ্যতা ছিলো। আজ তারা কোথায়?

তাদের ক্ষীণতম আওয়াজ তুমি শুনতে পাও কি?

তারা তাদের সভ্যতায় গত হয়েছে আর তোমরা তোমাদের সভ্যতায়।

তাদের সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না।  

তাদের পর আমি তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছি। এটা দেখার জন্য যে,

 "তোমরা কি করো"?

.

"তারা কি দেখে না, তাদের পূর্বে আমরা কত সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদেরকে আমরা পৃথিবীতে এমন শক্তি দিয়েছিলাম, যা তোমাদেরকে দেইনি? আমরা তাদের উপর প্রবল বৃষ্টিধারা পাঠিয়েছিলাম এবং তাদের পায়ের নিচে নদীসমূহ প্রবাহিত করেছিলাম। অতঃপর তাদের পাপের কারণে আমরা তাদের ধ্বংস করেছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি।" (সূরা আল-আন'আম, ৬:৬)

.

"অতঃপর আমি তাদের পরে তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছি, যাতে দেখি তোমরা কী করো।" (সূরা ইয়ুনুস, ১০:১৪)

.

তাদের পূর্বে আমি কত মানব বংশকে ধ্বংস করে দিয়েছি, তুমি তাদের একজনকেও কি (এখন) দেখতে পাও অথবা তাদের ক্ষীণতম আওয়াজও কি শুনতে পাও?

.

— Taisirul Quran

.

আর তাদের পূর্বে কত প্রজন্মকে আমি ধ্বংস করেছি! তুমি কি তাদের কাউকে দেখতে পাও, কিংবা শুনতে পাও তাদের কোন ক্ষীণ আওয়াজ?

— Rawai Al-bayan

.

আর তাদের আগে আমরা বহু প্রজন্মকে বিনাশ করেছি! আপনি কি তাদের কারো অস্তিত্ব অনুভব করেন অথবা ক্ষীণতম শব্দও শুনতে পান।

[সূরা মারিয়াম -৯৮]

.

এ লোকেরা গত হয়ে গেছে, তাদের জন্য তাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম এবং তাদের কৃতকর্ম সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। [বাকারা -১৩৪]

.


قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِيْ لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِيْنَ، إِلاَّ عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ-


‘সে বলল, হে আমার পালনকর্তা! আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আপনার একনিষ্ঠ বান্দাদের ব্যতী(হিজর ১৫/৩৯-৪০)।

.

আল্লাহ তার আগে এমন বহু মানবগোষ্ঠীকে ধ্বংস করেছিলেন, যারা শক্তিতে তার অপেক্ষা প্রবল ছিল এবং জনসংখ্যায়ও বেশি ছিল? অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেসও করা হয় না। -সুরা কাসাস (২৮) : ৭৮

.

[ধিক তোমাদেরকে! (তোমরা এরূপ কথা বলছ, অথচ) যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য আল্লাহ প্রদত্ত সওয়াব কতই না শ্রেয়! আর তা লাভ করে কেবল ধৈর্যশীলগণই। -সুরা কসাস (২৮) : ৮০]

.

যাইহোক, এতক্ষণে যা পড়লেন তাকে কন্সপাইরেসি থিওরী বলে উড়িয়ে দিতে পারেন, কাফেরদের কার্যক্রম থেমে নেই। প্রায় প্রত্যেকটি টেক জায়ান্ট কোম্পানি এসবের সাথে যুক্ত। আপনার মোবাইলেই তো গুগোল এসিসটেন্স আছে! টেকনোলজি ব্যবহার ও তার থেকে সুবিধা আদায় সমস্যা নয়। সমস্যা হচ্ছে, টেকনোলজির উপর দ্বীনের সাথে সাংঘর্ষিক কুফফারদের বানানো আকিদা,দর্শন, গ্রহণ করা।  

.

কাফেররা এতোদিন আলকেমির মাধ্যমে অমরত্বের খোজ করেছে। এবার জাস্ট টেকনোলজির মাধ্যমে। শয়তানের মিথ্যা ওয়াদার পিছনে ঘুরে আখিরাত নের মিথ্যা ওয়াদার পিছনে ঘুরে আখিরাত বরবাদ করছে।

 .


১/https://www.iflscience.com/technology/former-google-engineer-is-creating-a-religion-that-worships-an-ai-god/

https://www.wired.com/story/god-is-a-bot-and-anthony-levandowski-is-his-messenger/

https://www.wired.com/story/anthony-levandowski-artificial-intelligence-religion/

২/https://www.google.com/amp/s/www.churchofsatan.com/pentagonal-revisionism/%3famp

৩/https://www.seattletimes.com/business/vatican-microsoft-team-up-on-artificial-intelligence-ethics/

৪/https://w2.vatican.va/content/francesco/en/messages/pont-messages/2018/documents/papa-francesco_20180112_messaggio-davos2018.html

৫/https://religionnews.com/2019/05/16/vatican-catholic-colleges-weigh-in-on-emerging-ai-ethics-debate/

৬/https://arxiv.org/ftp/arxiv/papers/1811/1811.02546.pdf

৭/প্রাগুক্ত

৮/প্রাগুক্ত

৯/https://machinelearning.apple.com/

১০/https://ai.facebook.com/research

১১/ https://github.com/onnx?fbclid=IwAR1WKJIMIFj2JY1nMkmWlpOJ5hW_ET5fg6_PGP370y8KJ1HAS3xnvvL6OYw

১২/ https://www.darpa.mil/work-with-us/ai-next-campaign

১৩/ https://books.google.com.bd/books/about/Superintelligence.html?id=7_H8AwAAQBAJ&printsec=frontcover&source=kp_read_button&redir_esc=y#v=onepage&q&f=false

১৪/https://hpluspedia.org/wiki/Michio_Kaku

১৫/ https://www.thevenusproject.com/faq/how-do-you-evaluate-the-robot-conception-in-the-future/

১৬/ https://www.thevenusproject.com/multimedia/automating-the-future/

১৭/ https://youtu.be/gv6Gxbp8Rvs(%E0%A6%AC%E0%A7%87%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE

১৮/ https://www.un.org/en/chronicle/article/towards-ethics-artificial-intelligence

nwo

Comments

Popular posts from this blog

তারা পথপ্রদর্শিত হয়েছিল সৎবাক্যের দিকে এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত আল্লাহর পথপানে.........

প্যাগান বিলিফের প্রত্যাবর্তন