Posts

Showing posts from November, 2025

নারী ও তার ছলনা!

Image
জীবন  বৈচিত্র্যময়। তবে সম্ভবত সেটা মহিলা নারীর মনের চেয়ে বেশী না। আর যদি তা হয় ক্রিমিনাল নারীর মন তাহলে তো তা  কতোটা মারাত্নক! সেই ব্যাপারে আর কিছু বলার অবকাশ রাখে না।  হ্যা! ক্রিমিনাল নারীর মন! ডার্ক ডেভিল ডিমোনিক শয়তানও যেটাকে সমীহ করে চলে। বিশ্ব মানোবতার মুক্তির দুত আল্লাহর রাসুল সল্লোল্লোহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষের জন্য এই দুনিয়াতে যেটাকে  সবচেয়ে খতরনাক হিসাবে উল্লেখ্য করেছেনঃ  ৩০৮৫-[৬] উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার (ইন্তেকালের) পরে আমার উম্মাতের পুরুষদের জন্য নারী অপেক্ষা অধিক ফিতনার শঙ্কা আর কিছুতেই রেখে যাইনি। (বুখারী ও মুসলিম)[1] [1] সহীহ : বুখারী ৫০৯৬, মুসলিম ২৭৪০, তিরমিযী ২৭৮০, ইবনু মাজাহ ৩৯৯৮, সহীহাহ্ ২৭০১, সহীহ আল জামি‘ ৫৫৯৭।  হাদিসের মানঃ সহিহ (Sahih)   বর্ণনাকারীঃ উসামাহ ইবনু যায়দ (রাঃ)   পুনঃনিরীক্ষণঃ   মিশকাতুল মাসাবীহ (মিশকাত)  পর্ব-১৩: বিবাহ (كتاب النكاح) প্রশ্ন (৪০/২৮০) : দুনিয়াতে পুরুষের জন্য সবচেয়ে বড় ফেতনা কি? উত্তর: দুনিয়া...