মাকড়সা
তারা কি লক্ষ্য করে না, মাকড়সা তার ঘর বানাতে কত পরিশ্রম করে, কতটা সময় নেয়, কতটা মেধা ব্যয় করে, কতটা সুনিপূণ তার কৌশল? অথচ জগতের বুকে সবচেয়ে দূর্বল বাসা তো মাকড়সারই।
.
আমাদের রব তাদের উপমা টেনেছেন এভাবেই,
.
"যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, যে ঘর বানায় এবং নিশ্চয় সবচাইতে দুর্বল ঘর হল মাকড়সার ঘর, যদি তারা জানত।" -[সূরা আনকাবুত: ৪১]
.
আমরা ভীত নই, কেননা তাদের পরিচয় প্রকাশ করে দিয়েছেন এমন এক সত্ত্বা, যিনি সব কিছুর স্রষ্টা, যিনি গায়েবের জ্ঞান রাখেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের জ্ঞান যার কাছে গচ্ছিত, যিনি সব কিছু সম্পর্কে সম্মক অবগত।
.
অতএব, তাদের সম্পদ ও টেকনোলজি যা দিয়ে আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের পররাষ্ট্রনীতি, রাজনীতি, কূটনীতি- সব কিছু, যা দিয়ে তারা যুদ্ধে আবির্ভূত হয়েছে- সেসব মাকড়সার বাসার চাইতে শক্তিশালী নয়।
.
অথচ তারা আত্নতৃপ্তিতে ভুগছে। নিশ্চই শয়তান ও তার অনুসারীদের চক্রান্ত অত্যান্ত দূর্বল। তারা চক্রান্ত করে, আর আল্লাহ কৌশল করেন। আল্লাহই সর্বোত্তম কৌশলী।
.
যদি আল্লাহ বৃষ্টিবর্ষণ বন্ধ করে দেন, কিংবা সূর্যকে আড়াল করে দেন, কিংবা ভূ-গর্ভস্থের পানি নিচে নিয়ে যান, অথবা তাদেরকে মাটিতে ধ্বসিয়ে দেন, তবে কে আছে তাদের সাহায্যকারী? আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই আর আল্লাহ জালিম সম্প্রদায়ের সাথে নেই।
.
নিশ্চই আল্লাহ তাদের সাথে রয়েছেন, যারা সবর করে ও তাকওয়া অবলম্বন করেন। লোহা তো আগুনে পুড়েই খাঁটি হয়। অতএব, আল্লাহ এই উম্মাহকে পরীক্ষার দাবানলে খাঁটি করছেন, এর থেকে পথভ্রষ্ট ও মুনাফিকদের বের করে দিবেন। আমরা এমন এক খাঁটি লোহায় পরিণত হচ্ছি, যা তাদের উপর আযাব হিসেবে নাযিল হবে।
.
"অতএব, তোমরা অপেক্ষা করতে থাকো। আমরাও তোমাদের সাথে অপেক্ষমান।"- [আত-তওবা: ৫২]
.
লিখাঃ yousuf sabit
.
Saba' ৩৪:১
.
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ لَهٗ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ وَلَهُ الْحَمْدُ فِي الْاٰخِرَةِ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ
.
প্রশংসা আল্লাহর যিনি আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরই মালিক এবং আখিরাতেও প্রশংসা তাঁরই। তিনি মহা প্রজ্ঞাময়, সর্ব বিষয়ে অবহিত।
.
Saba' ৩৪:২
.
يَعْلَمُ مَا يَلِجُ فِي الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيْهَا ؕ وَهُوَ الرَّحِيْمُ الْغَفُوْرُ
.
তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে, তা হতে যা নির্গত হয় এবং যা আকাশ হতে বর্ষিত হয় ও যা কিছু আকাশে উত্থিত হয়। তিনিই পরম দয়ালু, ক্ষমাশীল।
.
Saba' ৩৪:৩
.
وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَاْتِيْنَا السَّاعَةُ ؕ قُلْ بَلٰي وَرَبِّيْ لَتَاْتِيَنَّكُمْ ۙ عٰلِمِ الْغَيْبِ ۚ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمٰوٰتِ وَلَا فِي الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِيْ كِتٰبٍ مُّبِيْنٍ ۙ
.
কাফেররা বলে, “আমাদের ওপর কেয়ামত আসবে না।” বল, “অবশ্যই; আমার প্রভুর শপথ, তোমাদের ওপর তা আসবেই। তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। আসমান কিংবা জমিনে অণু পরিমাণ বা তারচেয়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুকণা কিংবা বড় কোন কিছুই তাঁর থেকে দূরে (তাঁর অগোচরে) নয়; বরং সবই এক স্পষ্ট গ্রন্থে (লাওহে মাহ্ফূযে) লিপিবদ্ধ আছে।”
.
Saba' ৩৪:৪
.
لِّيَجْزِيَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓئِكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ
.
(কেয়ামত অবশ্যই আসবে) কেননা, যারা ঈমানদার ও সৎকর্মপরায়ণ তাদেরকে তিনি পুরস্কার দেবেন। তাদের জন্য রয়েছে ক্ষমা আর সম্মানজনক জীবিকা।
.
আমার প্রেরিত বান্দাগনের ব্যাপারে আমার এ বাক্য পুর্বেই নির্ধারিত হয়ে আছে, সত্য হয়েছে যে, তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে এবং আমার বাহিনীই হবে বিজয়ী কাজেই কিছু কালের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর আর তুমি তাদেরকে পর্যবেক্ষন (observe) কর, দেখতে থাকো। শীঘ্রই তারা প্রত্যক্ষ করবে (ইমান ও কুফুরীর পরিনাম)। তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে? আর যখন আমার শাস্তি তাদের আঙ্গিনায় নেমে আসবে তখন যাদেরকে সতর্ক করা হয়েছে তাদের সকাল হবে খুবই মন্দ। [সূরা সফফাতঃ ১৭১-১৭৭]
.
অতএব কিছুকালের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর। তুমি তাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই তারা পরিণাম প্রত্যক্ষ করবে। আর তারা যে সব কথা বলে, তোমার রব তা থেকে পবিত্র মহান, সম্মানের মালিক। আর যাবতীয় প্রশংসা বিশ্বজগতের সৃস্টিকুলের রব আল্লাহর জন্যই। [সূরা সফফাতঃ ১৭৮-১৮২]
.
এ দল তো সত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে [সুরা ক্বামারঃ ৪৫]
.
সে ক্ষেত্রে (তাদের) যে বাহিনীই হোক, তা (অতীতের) বড় বড় দলের মত পরাজিত হবে। [38:11]
.
আমি যালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দিব। তাদের পর তোমাদেরকে দেশে আবাদ করব। এটা ঐ ব্যক্তি পায়, যে আমার সামনে দণ্ডায়মান হওয়াকে এবং আমার আজাবের ওয়াদাকে ভয় করে [সূরা ইবরাহীমঃ ১৩-১৪ ]
.
সে দিন মুমিনরা আনন্দিত হবে। (সে বিজয় অর্জিত হবে) আল্লাহর সাহায্যে, তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। [সূরা রুম ৪-৫]
.
এটা আল্লাহরই প্রতিশ্রুতি; আল্লাহ তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেননা, কিন্তু অধিকাংশ লোক জানেনা। [৩০ঃ৬]
Comments
Post a Comment