ইসমে আজম-১

ইসমে আযম-১
.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে বসা ছিলাম,তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল। যখন সে রুকূ সিজদা এবং তাশাহ্হুদ পড়ে দু’আ করতে শুরু করল। তখন সে তার দু’আয় বলল—
.
اَللّٰهُمَّ إنِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدُ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيْعُ السَّمٰوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّوْمُ
.
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল ‘হামদ, লা ইলা-হা ইল্লা আংতাল মান্না-ন, বাদী-‘উস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব, ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম, ইয়া ‘হাইয়ু, ইয়া ক্বাইয়ূম।(শুদ্ধভাবে পড়ার জন্য আরবি দেখে পড়ুন)
.
অর্থ: হে আল্লাহ্! আমি আপনার কাছে চাই। নিশ্চয়ই আপনার জন্যই সকল প্রশংসা। আপনি ব্যতীত কোনো ইলাহ নেই। (আপনি) মহান দাতা; আসমানসমূহ এবং যমিনের সৃষ্টিকর্তা। হে মহত্ত্ব ও মহানুভবতার অধিকারী! হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! 
.
তখন নবী (সা.) তাঁর সাহাবীগণকে বললেন, তোমরা কি জান সে কিসের দ্বারা দু’আ করল? তারা বললেন, আল্লাহ এবং তাঁর রসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তাঁর কসম! সে আল্লাহর ঐ মহান নাম দ্বারা দু’আ করেছে যা দ্বারা দু’আ করা হলে তিনি তা গ্রহণ করেন, আর যা দ্বারা কোন কিছু চাওয়া হলে তা তিনি দান করেন।
.
.
রেফারেন্স: সুনানে নাসাঈ ১৩০০,আবু দাউদ ১৪৯৫, ইবনু মাজাহ ৩৮৫৮, বুখারী’র “আদাবুল মুফরাদ” ৭০৫, মুসনাদে আহমাদ ১৩৫৯৫।

Comments

Popular posts from this blog

AGI, Technological Singularity, Transhumanism

তারা পথপ্রদর্শিত হয়েছিল সৎবাক্যের দিকে এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত আল্লাহর পথপানে.........

প্যাগান বিলিফের প্রত্যাবর্তন