Posts

Showing posts from September, 2025

সে ক্রমাগত তুলনা করতে থাকে....

Image
যে ব্যক্তি ক্রমাগত তুলনা করতে থাকে, সে আস্তে আস্তে গোপন অহংকারের ফাঁদে পড়ে যায় এবং সেই একই পথে হাঁটতে শুরু করে, যে পথে প্রথম অবাধ্য ধ্বংস হয়েছিল। . এই কথাটি শুধু মুখের কথাতেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনে নানা রূপে প্রকাশ পায়। কখনো তা সরাসরি বলা হয় না, কিন্তু তা বোঝা যায়— . একটি ঊর্ধ্বমুখী দৃষ্টি থেকে, . একটি তাচ্ছিল্যের হাসি থেকে, . এক ধরনের ঔদ্ধত্যপূর্ণ স্বর থেকে, . এমনকি নীরবতা থেকেও যা অবজ্ঞায় ভেজা, . অথবা কোনো সাধারণ বাক্য থেকেও যা ভিতরে ভিতরে লুকিয়ে রাখে ঘৃণা ও তুচ্ছতাবোধ। . এটি বলে বসেন— . একজন ম্যানেজার যখন তার কর্মচারীদের ছোট করে, . একজন ধনী যখন গরীবকে হীনমন্যতায় ফেলে দেয়, . একজন ধার্মিক যখন কোনো গুনাহগারকে তুচ্ছ করে, . আবার কেউ তার বুদ্ধি, বংশ বা জ্ঞানের গর্বে বলে বসে। . বরং ধর্মের নামেও বলা হয়—যখন কেউ মনে করে যে সত্য শুধু তার মধ্যেই সীমাবদ্ধ, আর বাকিরা সবাই ভ্রান্ত। . অনেক সময় মানুষ এটিকে উপদেশ, দাওয়াত বা বিতর্কের আড়ালে লুকিয়ে রাখে। অথচ প্রকৃতপক্ষে তা হলো সরাসরি অহংকার। . যে এটি উচ্চারণ করে এবং অন্তরে মনে করে যে সে অন্যদের চেয়ে মর্যাদা ও অবস্থানে উচ্চতর— . তার সেই কথা হৃদয়ে...

ভুমিকম্প

Image
"গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ) অধ্যায়ঃ ১৫/পানি প্রার্থনা (كتاب الاستسقاء) হাদিস নম্বরঃ ১০৩৬     ১৫/২৭. ভূমিকম্প ও কিয়ামতের নিদর্শন সম্পর্কে যা বর্ণিত হয়েছে।    ১০৩৬. আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্বিয়ামাত (কিয়ামত) কায়িম হবে না, যে পর্যন্ত না ইল্ম উঠিয়ে নেয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হারজ বৃদ্ধি পাবে। হারজ খুন-খারাবী। তোমাদের ধন-সম্পদ এত বৃদ্ধি পাবে যে, উপচে পড়বে। (৮৫) (আধুনিক প্রকাশনীঃ ৯৭৩, ইসলামিক ফাউন্ডেশনঃ ৯৭৯)   হাদিসের মানঃ সহিহ (Sahih)    গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ) অধ্যায়ঃ ৯২/ ফিতনা (كتاب الفتن) হাদিস নম্বরঃ ৭০৯৪     ৯২/১৬. নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর বাণী ফিতনা পূর্ব দিক থেকে শুরু হবে।    ৭০৯৪. ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন। এক পর্যায়ে তিনি বললেনঃ হে আল্লাহ্! আমাদের জন্য আমাদের সিরিয়ায় বারকাত দাও। হে আল্লাহ্! আমাদের জন্য আমাদের ইয়ামানে বরকত দা...