সে ক্রমাগত তুলনা করতে থাকে....
যে ব্যক্তি ক্রমাগত তুলনা করতে থাকে, সে আস্তে আস্তে গোপন অহংকারের ফাঁদে পড়ে যায় এবং সেই একই পথে হাঁটতে শুরু করে, যে পথে প্রথম অবাধ্য ধ্বংস হয়েছিল। . এই কথাটি শুধু মুখের কথাতেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনে নানা রূপে প্রকাশ পায়। কখনো তা সরাসরি বলা হয় না, কিন্তু তা বোঝা যায়— . একটি ঊর্ধ্বমুখী দৃষ্টি থেকে, . একটি তাচ্ছিল্যের হাসি থেকে, . এক ধরনের ঔদ্ধত্যপূর্ণ স্বর থেকে, . এমনকি নীরবতা থেকেও যা অবজ্ঞায় ভেজা, . অথবা কোনো সাধারণ বাক্য থেকেও যা ভিতরে ভিতরে লুকিয়ে রাখে ঘৃণা ও তুচ্ছতাবোধ। . এটি বলে বসেন— . একজন ম্যানেজার যখন তার কর্মচারীদের ছোট করে, . একজন ধনী যখন গরীবকে হীনমন্যতায় ফেলে দেয়, . একজন ধার্মিক যখন কোনো গুনাহগারকে তুচ্ছ করে, . আবার কেউ তার বুদ্ধি, বংশ বা জ্ঞানের গর্বে বলে বসে। . বরং ধর্মের নামেও বলা হয়—যখন কেউ মনে করে যে সত্য শুধু তার মধ্যেই সীমাবদ্ধ, আর বাকিরা সবাই ভ্রান্ত। . অনেক সময় মানুষ এটিকে উপদেশ, দাওয়াত বা বিতর্কের আড়ালে লুকিয়ে রাখে। অথচ প্রকৃতপক্ষে তা হলো সরাসরি অহংকার। . যে এটি উচ্চারণ করে এবং অন্তরে মনে করে যে সে অন্যদের চেয়ে মর্যাদা ও অবস্থানে উচ্চতর— . তার সেই কথা হৃদয়ে...