Posts

Showing posts from April, 2025

ওলামা আস সু (নিকৃষ্ট/পথভ্রস্ট উলামা)

Image
∎ প্রশ্ন:  বর্তমান সময়ে অনেক ত্বলিবুল ইলম, উলামা আস সূ-দের কে তাদের তা‘উইলের (ভুল ব্যাখ্যার) জন্য উযর প্রদান করে। তাদের প্রতি আমরা কীভাবে জবাব দিবো? ∎ উত্তর: সর্বপ্রথম আমাদের উচিত ‘ব্যাখ্যা’ (তা’উইল) এবং অন্যান্য ইসলামি পরিভাষার প্রকৃত অর্থ বোঝা, যাতে আমরা যথার্থ ব্যক্তির ওপর সঠিক শরিয়াহ‘র বিধান প্রয়োগ করতে পারি। তা’উইল হলো এমন একটি প্রক্রিয়া,  যেখানে একটি স্পষ্ট শরয়ি দলিলের সুস্পষ্ট অর্থ পরিত্যাগ করে অন্য কোনো দলিলের ভিত্তিতে নতুন অর্থ গ্রহণ করা হয়। আমরা বলি, ইবাদাত, আইন প্রণয়ন, আনুগত্য, নেতৃত্ব এবং কর্তৃত্ব—এই সকল বিষয়ে একমাত্র আল্লহ্-র ﷻ তাওহীদের আক্বীদাহ (বিশ্বাস) স্পষ্ট ও প্রমাণিত দলিল দ্বারা প্রতিষ্ঠিত। সত্যপন্থীরা এই বিশ্বাসেই অটল থাকে। তবে কি বলা যায়, এসব উলামা আস সূ-দের কাছে এমন কোনো শরয়ি দলীল আছে, যার ভিত্তিতে তারা এবং তাদের ত্বওয়াগীত শাসকরা স্পষ্ট শিরক ও প্রকাশ্য কুফরের মধ্যে জড়িয়ে পড়েছে?  আল্লহ্ تبارك وتعالى আমাদের এমন কিছু বলার থেকেও রক্ষা করুন। আল্লহ্ سبحانه وتعالى বলেন: اَمۡ اَنۡزَلۡنَا عَلَیۡهِمۡ سُلۡطٰنًا فَهُوَ یَتَكَلَّمُ بِمَا كَانُوۡا بِ...

ইলম

Image
ইমাম ইবনু বাত্তাহ আল-উকবারী (رَحِمَهُ ٱللَّٰهُ) বলেন, مَنْ سَمِعَ الحَقَّ فأنْكَرَهُ بَعْدَ عِلْمِهِ بهِ، فَهُوَ مِنَ المُتَكَبِّرِينَ على اللهِ، وَمَنْ نَصَرَ الخَطَأَ فَهُوَ مِنْ حِزْبِ الشَّيْطَانِ. যে ব্যক্তি সত্য সম্পর্কে শুনে, তা জানার পরেও (মেনে নিতে) অস্বীকার করে, সে আল্লহ্-র ﷻ প্রতি অহংকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আর যে ভুল কাজকে সমর্থন করে, সে হিযবূশ শাইত্বনের অন্তর্ভুক্ত। 📕আল-ইবানাহ আল-কুবরা, ২/২৪৫ নিঃসন্দেহে বই-ই হলো সর্বোত্তম সহচর—ইমাম আবু দাউদ رَحِمَهُ ٱللَّٰهُ কে জিজ্ঞাসা করা হয়েছিল, سُئل الإمام أبو داود السجستاني - رحمه الله -فقيل له: من تأمرنا أن نُجالِس بعدك؟ فقال: الكتب. আপনার পরে কার সাথে বসতে (সহবত গ্রহণ করতে) আপনি আমাদের পরামর্শ দেন?  তিনি উত্তর দিলেন: ‘কিতাবাদি/বইপত্র।’ 📕আল-ফাওয়াইদ আল-মুনতাখাবাহ ১/৪১৩ ∎ ইলম অন্বেষণকারীর জন্য নাসিহাহ: ∎ একজন ত্বলিবুল ইলমের জন্য কিছু মূলনীতি রয়েছে যা তাকে অবশ্যই অনুসরণ করতে হবে—অন্যথায়, তার ইলম/জ্ঞান তার ধ্বংসের কারণ হয়ে উঠবে। সেগুলোর মধ্যে রয়েছে: ❑ ইলম অর্জনে বিনয় এবং অন্যদের তুচ্ছতাচ্ছিল্য না করা: ➦ইমাম ওয়াকীʿ ইবনুল জার্...

মিস্টিক্সদের বুদ্ধপ্রীতি

Image
May 15, 2019 পৃথিবীতে যতো অকাল্ট ট্রেডিশন আছে তারমধ্যে বুদ্ধজম অন্যতম। ব্যাবিলনিয়ান ওয়ার্ল্ডভিউ খুব সাজানো গোছানো অবস্থায় যে দুটি শাস্ত্রে টিকে আছে সেটি হলো বুদ্ধজম আর নিউ প্লেটোনিক থট। এজন্যই আধুনিক সময়ের মিস্টিক্সদের নিকট বুদ্ধজম খুবই পছন্দের। ব্যাবিলন থেকে প্রাপ্ত অপজ্ঞানের একটি স্পষ্ট রূপ তুলে ধরে নিউ পিথাগোরিয়ান থট ও নিউ প্লেটোনিক থট। বিক্ষিপ্তভাবে ছড়ানো অপজ্ঞানকে সুবিন্যস্তভাবে একই মোড়কে নিয়ে আসে গ্রিক ন্যাচারাল ফিলোসফাররা। কিন্তু গ্রিসের পাশাপাশি ভারতবর্ষেও এই শয়তানের আবৃত্ত শাস্ত্র প্রবেশ করে এটা হয়তো আমরা অনেকেই জানি না। পারস্য থেকে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করে। বেদ তাদের ধর্মগ্রন্থ। পারস্য থেকে ব্যাবিলন বেশি দূরে নয়। অতএব এ কথা সহজেই বুঝা যায় যে আর্যরা ব্যাবিলনিয়ান ফিলোসফি দ্বারা প্রভাবিত ছিল। আর্যদের প্রবেশের পর বৈদিক ফিলোসফি ধীরে ধীরে ভারতবর্ষের স্থানীয়রা গ্রহণ করা শুরু করে। জন্ম হয় হিন্দুজম, তথা ইন্ডিয়ান ফিলোসফির। “The vedic religion was probably the religion of the vedic Indo-Aryans...” (wiki) এজন্যই আপনি আর্যদের আকিদার সাথে হিন্দুদের আকিদার মিল খুজে পাবেন। প্রোটো ইন্...

রাশিয়ান টেলিগ্রাম ফেইসবুকের চেয়ে ভালো। আমার টেলিগ্রাম চ্যানেল। সাসক্রাইব ইট।

https://t.me/zilanbinAM এটা আমার চ্যানেল সাস্ক্রাইব করে রাখা যায়। ফেইসবুকের কম্পানীর দ্বীমুখি আচরন, বিশ্রি এড, ভিডিও, কন্টেন্ট, বাক স্বাধীনতায় বারংবার হস্তক্ষেপ, রেস্ট্রিকশন, সময় নস্ট সহ অনেক বাহ্যিক ও আভ্যন্তরীণ কুচক্রের প্রেক্ষিতে আমিরিকান ফেইসবুক থেকে সরে গিয়েছি। এর চেয়ে রাশিয়ান (আম্রিকার গুগল প্লে স্টোর নয় বরং অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড কৃত) টেলিগ্রামটা ভালো। চোখের হিফাজত অন্যান্য দিকে এটা ফেইসবুকের চেয়ে উপকারী।

ইসমে আযম- ২

Image
আবদুল্লাহ ইবনু বুরাইদাহ আল-আসলামী (রহঃ) হতে তার বাবার সুত্রে বর্ণিত আছে, তিনি বলে, রাসূলুল্লাহ (ﷺ) এক লোককে তার দুআ এভাবে বলতে শুনেন,  اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোন মা’বূদ নেই, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, তার সমকক্ষ কেউ নেই।' বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন! নিঃসন্দেহে এই লোক আল্লাহ তা’আলার মহান নামের ওয়াসীলায় তার নিকটে প্রার্থনা করেছে, যে নামের ওয়াসীলায় দুআ করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওয়াসীলায় প্রার্থনা করলে তিনি দান করেন। [সুনানে আত-তিরমিজি ৩৪৭৫]

দ্যা গ্রুপ অব জ্বীন !

Image
মানুষদের যেমন শিল্প, সাহিত্য, যুদ্ধ বিগ্রহ,পরিবার, সমাজ, আইন জীবন পরিচালনার জন্য সব ধরনের সামাজিক কাঠামো আছে। ঠিক একই ভাবে জীনদের জন্যও রয়েছে একেবারে সেইম প্রশাসন। এই জন্য উপর থেকে নাজিল হওয়া কিতাব এই পৃথিবীতে লাখ লাখ প্রজাতির প্রাণি থাকা সত্বেও এটা শুধু মানব জাতীর জন্য পাঠানো হয় নি বরং এটা আরেকটা জাতীর জন্যও পাঠানো হয়েছে- আর সেটা হচ্ছে "জ্বীন"। . জীনদের সিভিল  প্রসাশন বা যুদ্ধ করা ডিফেন্স প্রসাশনের চেয়ে বরং আমি কথা বলতে আগ্রহী তাদের সুপ্রিম ইন্টেলিজেন্স হেড কোয়ার্টার সম্পর্কে যারা পুরো আকাশ থেকে তথ্য সংগ্রহের জন্য তাদের বাহিনী পাঠাতো আসমানে থাকা ফেরেস্তাদের কথা শুনার জন্য।  যাতে দুনিয়ায় কী ঘটছে এই ব্যাপারে আগাম তথ্য জানা যায়। যেই ব্যাপারে হাদিস আমাদের বিস্তারিত তথ্য প্রদান করে।  . পিরামিডের দেশ মিশরের ফারাও তথা মুসা (আ) এর আমল থেকে  রাসুল (স) এর জন্ম লাভের আগ প্রযন্ত তা চালু থাকলেও রাসুল (স) এর জন্মের পর তা বন্ধ হয়ে যায়। এবং শুধু তাই না পুরো আকাশ প্রহরী ব্যাটালিয়ন দ্বারা আচ্ছাদিত থাকে। যেটা জ্বীনদের ভীত নাড়িয়ে দেয় এবং জ্বীনদের ইন্টেলিজেন্স বিভাগ মনে করে এই পৃথিবীতে ...