ওলামা আস সু (নিকৃষ্ট/পথভ্রস্ট উলামা)
∎ প্রশ্ন: বর্তমান সময়ে অনেক ত্বলিবুল ইলম, উলামা আস সূ-দের কে তাদের তা‘উইলের (ভুল ব্যাখ্যার) জন্য উযর প্রদান করে। তাদের প্রতি আমরা কীভাবে জবাব দিবো? ∎ উত্তর: সর্বপ্রথম আমাদের উচিত ‘ব্যাখ্যা’ (তা’উইল) এবং অন্যান্য ইসলামি পরিভাষার প্রকৃত অর্থ বোঝা, যাতে আমরা যথার্থ ব্যক্তির ওপর সঠিক শরিয়াহ‘র বিধান প্রয়োগ করতে পারি। তা’উইল হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে একটি স্পষ্ট শরয়ি দলিলের সুস্পষ্ট অর্থ পরিত্যাগ করে অন্য কোনো দলিলের ভিত্তিতে নতুন অর্থ গ্রহণ করা হয়। আমরা বলি, ইবাদাত, আইন প্রণয়ন, আনুগত্য, নেতৃত্ব এবং কর্তৃত্ব—এই সকল বিষয়ে একমাত্র আল্লহ্-র ﷻ তাওহীদের আক্বীদাহ (বিশ্বাস) স্পষ্ট ও প্রমাণিত দলিল দ্বারা প্রতিষ্ঠিত। সত্যপন্থীরা এই বিশ্বাসেই অটল থাকে। তবে কি বলা যায়, এসব উলামা আস সূ-দের কাছে এমন কোনো শরয়ি দলীল আছে, যার ভিত্তিতে তারা এবং তাদের ত্বওয়াগীত শাসকরা স্পষ্ট শিরক ও প্রকাশ্য কুফরের মধ্যে জড়িয়ে পড়েছে? আল্লহ্ تبارك وتعالى আমাদের এমন কিছু বলার থেকেও রক্ষা করুন। আল্লহ্ سبحانه وتعالى বলেন: اَمۡ اَنۡزَلۡنَا عَلَیۡهِمۡ سُلۡطٰنًا فَهُوَ یَتَكَلَّمُ بِمَا كَانُوۡا بِ...